• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাতালান নেতাদের চাপ বাড়ছে

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১২:১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

স্বাধীনতার প্রশ্নে ক্রমেই চাপ বাড়ছে কাতালোনিয়ার নেতাদের। স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চলটি এখন বিচ্ছেদের চূড়ান্ত ধাপে উপনীত হয়েছে। সম্প্রতি কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে লাখো মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষেও রয়েছেন প্রচুর মানুষ।

সোমবার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ৩ লক্ষাধিক মানুষ বার্সেলোনায় বিক্ষোভ সমাবেশ করে। এমন প্রেক্ষাপটে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনের ওপর চাপ বেড়েছে।

কিন্তু সোমবার পর্যন্ত স্পেন সরকার কিংবা কাতালোনিয়ার নেতাদের মধ্যে নমনীয়তার লক্ষণ প্রকাশ পায়নি। কাতালান নেতা কার্লোস ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কেউই সংলাপে বসার কোনো ইঙ্গিতই দেননি।

স্বাধীনতার বিষয়ে মঙ্গলবার কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজেমনের পার্লামেন্টে বক্তব্য রাখার কথা রয়েছে। স্বাধীনতা প্রশ্নে কাতালোনিয়ায় গত ১ অক্টোবর গণভোট হয়।

এদিকে, ইউরোপের শক্তিমান দেশ ফ্রান্স এবং জার্মানীও স্পেনের ঐক্যের প্রতিই সমর্থন দিয়েছে। স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ার গণভোটকে বেআইনি আখ্যা দিয়ে ফরাসী সরকার ঘোষণাও দিয়েছে, যদি কোনোভাবে কাতালোনিয়া স্বাধীন হয়েও যায়, তারপরও তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করা হবে না।

ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী নাতালি লুইজোঁ জানিয়েছেন, কাতালোনিয়ার উচিৎ দ্রুত স্পেনের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি নিয়ে একটি মধ্যস্ততায় আসা। এই বিষয়ে ফরাসী গণমাধ্যম সিনিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি সত্যিই স্বাধীনতার ঘোষণা আসে, তারপরেও কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ধরা হবে না।’

কাতালুনিয়ায় এই মহূর্তে ৭৫ লাখ মানুষের বসবাস। স্পেনের উত্তর-পূর্বে অবস্থিত এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা, ইউরোপীয় জোটের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হিসেবে কাতালোনিয়া পরিচিত।