যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল পুনর্বিবেচনার আহ্বান তুরস্কের
তুর্কি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা সুবিধা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তুরস্কের সরকার। সোমবার মার্কিন দূতাবাসের এক কর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে দুই দেশ পাল্টাপাল্টি ভিসা সুবিধা বাতিল করে। কিন্তু এতে করে তুর্কি শেয়ারবাজার ও মুদ্রায় ধস নামে। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিযেছে তুর্কি সরকার।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এক কূটনীতিককে তলব করে এই আহ্বান জানান। ওই কর্মকর্তাকে তুরস্ক জানায়, এতে করে অহেতুক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, তুর্কি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
গত সপ্তাহে ইস্তাম্বুলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে গ্রেফতার করে তুরস্ক। তার বিরুদ্ধে অভিযোগ গত বছর ব্যর্থ সামরিক অভ্যূত্থানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে এই অভিযোগের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই পদক্ষেপে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে।