• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ম্যারাথন দৌড়ে মারা গেলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী!

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১০:২৩ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১০:৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ক্যান্সার চিকিৎসায় অর্থায়নের জন্য আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে মারা গেলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী। বিবিসির সংবাদ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, মরণব্যাধি ক্যান্সার আক্রান্তদের সহায়তায় ৫০০ মিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন ৫৬ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী সিলম সাকের। দৌড় শুরু করে অল্পকিছু দূর গেলেই অসুস্থ্য হয়ে পড়ে যান। তখনই তার মৃত্যু ঘটে।

স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ সাহেদ বলেন,  তিনি একজন "ভাই ও সহকর্মী" হারিয়েছেন, মানবিক কাজে অংশগ্রহণের মধ্যেই যার মৃত্যু ঘটেছে। 

জানা যায়, গত রোববার দেশটির উপকূলীয় শহর নাবেলুতে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় একটি ক্লিনিক খোলার অর্থায়নের জন্য এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল।

শিশুদের জন্য একটি ক্যান্সার ক্লিনিক নির্মাণের জন্য তহবিল বাড়াতে রবিবার উপকূলীয় শহর নবিউলের ম্যারাথন অনুষ্ঠিত হয়।গত মাসে প্রধান মন্ত্রীসভা পুনর্বিন্যাসে শ্রীযুক্ত চকরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।তিনি ২011 সালে দীর্ঘ মেয়াদী শাসক জিন আল আবিদিন বেন আলীকে উৎখাত করার পর আর্থিক, ক্রীড়া এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী সাবেক ব্যাংকার ছিলেন।