তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক সাংসদের
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৬ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০০:০৯
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠেছে এক সাংসদের বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের দিল্লিতে।
সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগ করেন নম্রতা দত্ত নামে এক তরুণী।
টুইটারে তরুণী লিখেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির ফ্ল্যাটে তার সঙ্গে একাধিকবার ঋতব্রত শারীরিক সম্পর্ক করেন। পরে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার করেন তিনি।
তরুণীর আরো অভিযোগ, আড়াই লাখ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টাও করেন সিপিএমের রাজ্যসভার এই সাংসদ। তার দাবি, ঋতব্রত প্রভাবশালী। তাই তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিচ্ছে না।
এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন সাংসদ ঋতব্রত ব্যানার্জির বান্ধবী। তিনি পুলিশের কাছে নম্রতার বিরুদ্ধে পাল্টা উত্যক্ত করার অভিযোগ করছেন।
সূত্র: জিনিউজ।