• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ফাঁস!

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৪ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৬
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট

এবছরের প্রায় সব নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। এবার অর্থনীতিতে কে নোবেল পাচ্ছেন সেটা নিয়ে চলছে গুঞ্জন। তবে এরই মধ্যে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ফাঁসের গুজব রটেছে। একটি গবেষণা প্রতিষ্ঠানের বরাতে প্রভাবশালী সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়, তালিকায় সবার উপরে আছেন রঘুরাম রাজন নামে এক ভারতীয় অর্থনীতিবিদ। এছাড়া তালিকাতে আরো সম্ভাব্য ছয় অর্থনীতিবিদের নাম রয়েছে।

ক্ল্যারিভেত এনালিটিক্স নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের বরাতে সম্ভাব্য বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এই গবেষণা প্রতিষ্ঠানটি একাডেমিক ও সায়েন্টিফিক গবেষণা পরিচালনা করে থাকে এবং বিভিন্ন গবেষণাপত্রে গবেষকদের সাইটেশনের পরিমাণের উপর ভিত্তি করে সম্ভাব্য নোবেল বিজয়ীদের তালিকা করে থাকে।

ক্ল্যারিভেত এনালিটিক্স যেসব সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তারা হচ্ছেন- ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির কলিন ক্যামেরার, কার্নেগি মেলন ইউনিভার্সিটির জর্জ লুয়েনস্টেইন, স্টেনফোর্ড ইউনিভার্সিটির রবার্ট হল, হার্ভার্ডের মাইকেল জেনসেন, এমআইটির স্টুয়ার্ট মায়ার্স ও ইউনিভার্সিটি অব শিকাগোর রঘুরাম রাজন।

রঘুরাম রাজন ভারতের রিজার্ভ ব্যাংক গভর্নর হিসেবে তিন বছরের টার্ম শেষ করেছেন ২০১৬ এর ৪ সেপ্টেম্বর। কর্পোরেট ফাইন্যান্সে সিদ্ধান্তের ডাইমেনশনস নিয়ে অবদান রাখার জন্য তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগোতে পড়াচ্ছেন।

তবে সম্ভাব্য তালিকায় থাকা মানেই এটা নিশ্চিত নয় যে রঘুরাম রাজন অর্থনীতিতে নোবেল পেয়ে যাচ্ছেন। সোমবারই নির্ধারিত হয়ে যাবে কে ২০১৭ এর অর্থনীতির নোবেল বিজয়ী। তবে রঘুরাম রাজন হচ্ছেন প্রথম কোন অ-ইউরোপীয় ব্যক্তি যিনি ৪০ বছর বয়সে আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ এর সবচেয়ে কম বয়সী প্রধান অর্থনীতিবিদ হয়েছিলেন।

এছাড়া ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত অর্থনীতিবিদ ও ব্যাংকারদের একটি বার্ষিক সম্মেলনে আসন্ন অর্থনৈতিক সংকটের পূর্বাভাস দিয়েছিলেন। সেই পূর্বাভাসের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পান অর্থনীতিবিদ রাজন। ২০১৩ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার রাজনকে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। তিন বছরের মেয়াদ শেষ হলে স্বাভাবিকভাবে আরেকটি টার্ম পেতে পারলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তার মেয়াদ বাড়ায়নি।

রঘুরাম রাজন বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অব বিজনেসের ক্যাথরিন দুসাক মিলার প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

সর্বাধিক পঠিত