• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বোনকে পলিটব্যুরোর সদস্য করলেন উ. কোরীয় নেতা কিম

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১১:৫৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন তার বোন কিম ইয়ো-জংকে পদোন্নতি দিয়ে ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে স্থান দিয়েছেন। শনিবার বোনকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য করেছেন কিম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই কিম পরিবার দেশটি শাসন করে আসছে। কিমের বোন কিম ইয়ো তিন বছর আগে দলের সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এবার তিনি পলিটব্যুরোতে চাচির স্থলাভিষিক্ত হলেন।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইল-এর ছোট মেয়ে কিম ইয়ো। ৩০ বছরের এই নারী যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন।  তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শনিবার দলের এক বৈঠকে বোনকে পদোন্নতির ঘোষণা দেন কিম। দলে সংস্কারের অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পদবী রদবদল করেছেন তিনি।

কিমের সঙ্গে প্রকাশ্যে সব সময় তার বোনকে দেখা যায়। ধারণা করা হয়, কিমের প্রকাশ্য ভাবমূর্তির পেছনে তিনি কাজ করছেন। তিনি প্রচারণা ও প্ররোচনা বিভাগের ভাইস-ডিরেক্টরের মতো প্রভাবশালী বলে মনে করা হয়।

গত বছর পার্টির কংগ্রেসে বোনকে পদোন্নতি দেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল তিনি দলের নেতৃত্বের কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় আবর্তিত হবেন। সূত্র: বিবিসি।