খেলার মাঠ থেকে বেরিয়ে গেলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পেন্স
মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স এবার খেলার মাঠ থেকে ওয়াক আউট করলেন। ন্যাশনাল ফুটবল লীগের (এনএফএল) ম্যাচ চলাকালে কিছু খেলোয়াড় জাতীয় সংগীত চলাকালে প্রতিবাদস্বরূপ না দাঁড়ালে তিনি এমনটা করেন।
পরবর্তীতে নিজের টুইটার অ্যাকাউন্টে বলেন, তিনি এমন কোনো ইভেন্টে উপস্থিত থাকতে পারেন না ‘যেখানে আমাদের সেনাদের অসম্মান করা হয়, আমাদের পতাকাকে অসম্মান করা হয়’।
বিবিসির খবরে জানা যায়, মাইক পেন্সের রাজ্য ইন্ডিয়ানাতে এনএফএল’র ম্যাচটি আয়োজিত হতে যাচ্ছিল। খেলা ছিল ইন্ডিয়ানাপলিস কোল্টস ও সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্সের মধ্যে। ইন্ডিয়ানাপলিস কোল্টসের সমর্থক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বেশ আগ্রহ নিয়ে মাঠে গিয়েছিলেন, কিন্তু সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্সের খেলোয়াড়রা দেশটির জাতীয় সংগীত চলাকালে না দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে থেকে প্রতিবাদ জানায়। এতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মাইক পেন্স।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ হাঁটু গেড়ে বসে থাকা প্রতিবাদের ভাষা হিসেবে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ তিক্ততার সৃষ্টি হয়েছে এটা নিয়ে। ট্রাম্প পরামর্শ দিয়েছেন, যারা এমন প্রতিবাদ করে তাদের যেন এনএফল বহিষ্কার করে।
কৃষ্ণাজ্ঞদের ওপর পুলিসি নির্মমতার প্রতিবাদস্বরূপ গত বছর সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্সের কোয়ার্টাব্যাক কলিন কেপারনিক গত বছর জাতীয় সংগীত চলাকালে হাঁটু গেড়ে প্রতিবাদ করেছিলেন। তারপর থেকে প্রতিবাদের ভাষা হিসেবে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।