• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শান্তি স্থাপনের দাবীতে ফিলিস্তিনি-ইসরাইলি নারীদের বিক্ষোভ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১১:২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

শান্তি পুনস্থাপনের দাবীতে পশ্চিম তীরে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েকশ ফিলিস্তিনি ও ইসরায়েলি নারী। রবিবার জেরিকো এলাকায় চিরবৈরী ফিলিস্তিন ও ইসরাইলের এসব নাগরিক পশ্চিম তীরের দুই অংশে শান্তি স্থাপনের আলোচনার দাবীতে জমায়েত হন। খবর আনাদলু সংবাদ সংস্থা।

উইমেন ওয়েজ পিস (ডব্লিওডব্লিওপি) জানাচ্ছে, পশ্চিম তীরের দুই অংশের কয়েক শত ইসরাইলি ও ফিলিস্তিনি  নারী  বিভিন্ন শহর থেকে বাসে করে ডেড সী'র পাড়ে ঐতিহাসিক এ শহরে এসে জমায়েত হন।

বিক্ষোভকারীরা বলেন,  ‘এটি পুরাতন সংঘাত। কিন্তু আমাদের দাদী-নানীদের মত আমরাও আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। তাদের মত আমরাও সন্তানদের সুরক্ষা ও সমৃদ্ধি চাই।’

২০১৪ সালে ফিলিস্তিনে ইসরাইলি হামলার পর নারীদের নিয়ে গাজা সীমান্তে ডব্লিওডব্লিওপি সংগঠনটি গঠন হয়। সেই অভিযানে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করে ইসরাইলি বাহিনী।