কুর্দি স্বাধীনতাকামীদের বিস্ফোরণে দুই তুর্কি পুলিশ কর্মকর্তা নিহত
তুরস্কে কুর্দি স্বাধীনতাকামী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিস্ফোরণে দুই তুর্কি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়েরবাকির প্রদেশে এ ঘটনা ঘটে।
দিয়েরবাকির প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পিকেকে'র মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং এ একজন গুরুতর আহত হন।
ইতিমধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রমের অভিযোগে ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত হয়েছে সমাজতান্ত্রিক সংগঠন হিসেবে পরিচিত পিকেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করলেও ২০১৫ সাল থেকে এটি আবারও সশস্ত্র কার্যক্রম শুরু করে।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বার'শ নিরাপত্তা কর্মী ও বেসামরিক লোক নিহত হয় পিকেকে'র হামলায়। সূত্র: আনাদলু