• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উ. কোরিয়াকে পরাস্ত করতে আমরা প্রস্তুত: দক্ষিণ কোরিয়া

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১১:২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

পেনিনসুলা অঞ্চলে হামলা চালালে উত্তর কোরিয়াকে কিভাবে পরাস্ত করতে হবে জানা আছে দক্ষিণ কোরিয়ার। রোববার এক সামরিক সূত্রে এ কথা জানিয়েছে আনাদলু সংবাদ সংস্থা। 

সাম্প্রতিক সময়ে  উত্তর কোরিয়া গত মাস পর্যন্ত ষষ্ঠবারের মত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পিয়ংইয়ংকে থামাতে যুক্তরাষ্ট্রের সাথে নিয়মিত আলোচনা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

বিশ্লেষকরা মনে করছেন, ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলে এটি আরও বিধ্বংসী ও ভয়াবহ হয়ে ওঠবে।

সিউল ইতিমধ্যে উত্তর কোরিয়াকে রুখতে পদক্ষেপ নিতে শুরু করেছে। সামরিক সূত্রে স্থানীয় সংবাদ সংস্থা ইউহাপ জানাচ্ছে, 'ডিফেন্স ডেভেলমেন্ট এজেন্সির মাধ্যমে গ্রাফাইট বোমা প্রস্তুতির সকল ধরণের প্রাযুক্তিক পদক্ষেপ নেয়া হয়েছে।'   

সূত্রটি আরও জানা যায়,'এর মাধ্যমে আমরা যে কোন সময়ে বোমা প্রস্তুত করতে পারি'।

উল্লেখ্য, এ অঞ্চলে মিত্র দক্ষিণ কোরিয়াকে সামরিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি উচ্চারণও করেন। যদিও এর প্রতিবাদে উত্তর কোরিয়া তাকে উম্মাদ বলে আখ্যায়িত করে।

সর্বাধিক পঠিত