ইরাকে নতুন ১০ গণকবরের সন্ধান
ইসলামিক স্টেট (আইএস)’র সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত হাবিজা শহর গত বৃহস্পতিবার দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সরকারি বাহিনী। শহরটির কাছে ১০টি গণকবরের সন্ধান পেয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল-শাবি। এসব কবরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের দেহাবশেষ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট(আইএস) এসব মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করে গণকবর দিয়েছে। কবরগুলোর সন্ধান পাওয়া গেছে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাবিজা শহরের উপকণ্ঠে।
হাশ্দ আল-শাবি শনিবার এক বিবৃতিতে বলেছে, হাবিজা শহরের দক্ষিণে পরিচ্ছন্নতা অভিযানের সময় এসব কবরের সন্ধান পাওয়া যায়। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-সুমারিয়া এ খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের পরিচয় বের করার চেষ্টা করছে হাশ্দ আল-শাবি। হাবিজা শহরে আইএস পরিচালিত একটি জেলখানারও সন্ধান পেয়েছে সংগঠনটি।
সূত্র: পার্স টুডে