• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরুষ হয়ে অন্য পুরুষকে স্পর্শ করার দায়ে 'জেল'

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ২১:৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

পাবলিক প্লেসে কোনও মহিলাকে অশালীনভাবে ছোঁয়ার দায়ে অনেক পুরুষই অভিযুক্ত হয়ে দণ্ডিতও হয়েছেন। অনেক ক্ষেত্রে অশালীনভাবে না হলেও, কেবল মহিলার গায়ে স্পর্শ করার দায়েও অনেক পুরুষকেই অভিযুক্ত করা হয়েছে। তবে এবার এক পুরুষকে স্পর্শ করার দায়ে জেল হয়েছে আরেক পুরুষের।

দুবাইয়ের রক বটম বারে, এক পুরুষকে মদ্যপ অবস্থায় অশালীনভাবে স্পর্শ করেছিল ২৭ বছরের জেমি হ্যারন। আর এই দোষে দোষী সাব্যস্ত হয়ে জেলের ঘানি টানতে হয়েছে জেমিকে। যদিও জেমির আইনজীবীর দাবি খুব অল্প সময়ের জন্য ওই অভিযোগকারী ব্যক্তিকে ছুঁয়ে ছিল জেমি।  

জেমির উদ্দেশ্য ছিল সেই ব্যক্তিকে তার মদের গ্লাস থেকে দূরে সরিয়ে দেওয়া। এই ঘটনার ২০ থেকে ৩০ মিনিটের মাথায় দুবাইয়ে ভ্রমণে আসা ব্রিটিশ নাগরিক জেমিকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের কিছুক্ষণের মধ্যে জেমি জামিনে মুক্তি পেলেও। তাকে ৩০, ০০০ পাউন্ড জরিমানা দিতে বলা হয়। পুরো ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি দুবাইয়ের রীতি ও আইন নিয়েও বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। 

সূত্র: স্কাই নিউজ, ওয়ান ইন্ডিয়া।

সর্বাধিক পঠিত