জন্মস্থানে আবেগাপ্লুত মোদি
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের জন্মস্থানে পা রাখলেন নরেন্দ্র মোদি। সকাল থেকেই তাই ফুল হাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে একটি বার তাকে সামনে থেকে দেখার আশায় ছিল হাজার হাজার মানুষ। সেখানে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোদি।
রোববার সকাল সাড়ে ৯টায় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ভদনগরে পৌঁছান মোদি। ওই সময় মোদি মোদি রবে মুখর হয়ে ওঠে চারদিক।
কিশোর বয়সে গুজরাটের যে ভদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন মোদি সেই স্টেশনেও সাজ সাজ রব পড়ে। শুধু চায়ের স্টলই নয়, সেজেছিল পুরো স্টেশন চত্বরও। পুলিশ, বিজেপি কর্মীদের সঙ্গে এ কাজে হাত মিলিয়ে ছিল সাধারণ মানুষও।
ভদনগরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বারবারই আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আজ যেখানে রয়েছি তা এই মাটির গুণেই।
ভদনগরে একটি হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৪শ কোটি টাকা ব্যয়ে মাল্টি-স্পেশালিটি হাসপাতালটি তৈরি হয়েছে।
নিজের স্কুলেও যান প্রধানমন্ত্রী। সেখানে গাড়ির দরজা খুলে নেমে নিরাপত্তা রক্ষীদের আগেই চলে যান স্কুলের সামনে। নিচু হয়ে মাথা ছোঁয়ান মাটিতে। যেন সেই ছোটবেলার স্কুলজীবনে ফিরে গেছেন মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, এ সফরে বার বার শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম।