এক মায়ের দু’টি জরায়ু থেকে দুই সুস্থ শিশুর জন্ম
নারীর দু’টি জরায়ুর মধ্যে আলাদা আলাদাভাবে বেড়ে উঠেছিল দু’টি ভ্রূণ। শনিবার সকালে ভারতের বনগাঁ শহরের রেটপাড়া এলাকার একটি নার্সিংহোমে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন ওই নারী। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তানরা সুস্থ আছে। চিকিৎসা শাস্ত্রে এমন ঘটনা সচরাচর ঘটে না বলেই দাবি চিকিৎসক মহলের একাংশের।
টুম্পা রায় নামে ওই নারীর অস্ত্রোপচার করেছেন স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ বিশ্বজিৎ হালদার। তিনি বলেন, ‘নারীদের শরীরে সাধারণত একটি জরায়ু থাকে। গঠনতন্ত্রে ত্রুটির জন্য কোনো নারীর দু’টি জরায়ু থাকতে পারে। সেখানে দু’টি ভ্রূণ সৃষ্টি হলে একটি সাধারণত নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে দু’টি জরায়ু থেকেই সুস্থ শিশুর জন্ম হয়েছে।’
দেশটির গোপালনগরের চড়চালকি এলাকায় শ্বশুরবাড়ি ২২ বছর বয়সী টুম্পার। স্বামী অপূর্ব গুজরাটে কাজ করেন। টুম্পা সেখানেই থাকতেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর শ্বশুরবাড়িতে ফেরেন। শনিবার সকালে তার রক্তক্ষরণ ও প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর পরিবারের লোকজন নার্সিংহোমে নিয়ে যান।
প্রথমদিকে আলট্রাসনোগ্রাফি না করানোয় অবশ্য বিষয়টি আগে থেকে জানাই যায়নি। অস্ত্রোপচার যথেষ্ট ঝুঁকির ছিল বলে জানিয়েছেন বিশ্বজিৎ। কন্যাসন্তানটির নাড়ি জড়িয়ে গিয়েছিল গলায়।
টুম্পা বলেন, ‘একই সঙ্গে ছেলে-মেয়ে পেয়ে খুবই ভাল লাগছে।’ নার্সিংহোমের পক্ষ থেকে মুক্তি বসু বলেন, ‘এ রকম একটি ঘটনা সাফল্যের সঙ্গে এখানে ঘটায় আমরাও খুশি।’ স্ত্রী রোগ বিশেষজ্ঞ বিশ্বপতি মুখোপাধ্যায়ও জানান, ঘটনাটি নিঃসন্দেহে বিরল। দু’টি জরায়ুও সচরাচর দেখা যায় না।