‘নিষেধাজ্ঞা দিয়ে কখনো ইরানকে কাবু করা যায়নি’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপে আসক্ত হয়ে পড়লেও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি দিয়ে যাচ্ছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জারিফ এ মন্তব্য করেছেন।
তিনি কাতারের আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র গত ৪০ বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই কাজের মাধ্যমে তারা মার্কিন নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানকে টিকে থাকার কৌশল শিখিয়েছে।’
জারিফ আরো বলেন, অবশ্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একই ধরনের আচরণ পর্যালোচনা করলে বোঝা যায়, নিষেধাজ্ঞা আরোপ এখন যুক্তরাষ্ট্রের নেশায় পরিণত হয়েছে।
মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে মোহাম্মাদ জাভেদ জারিফ বলেন, ‘তারা ভাবছে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে বিপদে ফেলা যাবে। কিন্তু আমার তো মনে হয় তাদের এত দিনে অন্তত এই শিক্ষাটা হওয়া উচিত ছিল যে, নিষেধাজ্ঞা দিয়ে কখনই ইরানকে কাবু করা যায়নি।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্যতম অংশীদার ছিল। কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট ওই সমঝোতাকে তার প্রশাসনের জন্য 'বিব্রতকর' বলে উল্লেখ করে এই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার হুমকি দিচ্ছেন।
সূত্র: পার্স টুডে