জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার অঙ্গীকারে ট্রাম্পের পিছুটান
মার্কিন দূতাবাস এখনই জেরুজালেমে সরিয়ে নেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এ কথা জানিয়ে ট্রাম্প বলেন, ইসরাইল-ফিলিস্তিন শান্তি চুক্তির বিষয়কে এগিয়ে না নেয়া পর্যন্ত, দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার অঙ্গীকার বাস্তবায়ন করবেন না তিনি। সাবেক গভর্নর মাইক হুকাবির টিভি শো’তে ট্রাম্প এ কথা বলেন।
ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে বর্তমানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। পুরো জেরুজালেমের ওপর ইসরাইলের একতরফা নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত দূতাবাসগুলোর অবস্থান তেলআবিবেই থাকবে।
ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর দখল করে। তবে আন্তর্জাতিক বিশ্ব এখনো তার কোনো স্বীকৃতি দেয়নি। এদিকে ইসরাইল পুরো জেরুজালেম তাদের দাবি করে আসলেও ফিলিস্তিনিরা পূর্ব অংশকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করছে। উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এই জেরুজালেম।
সূত্র: এএফপি