ঘানায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
ঘানার রাজধানী আকরার একটি প্রাকৃতিক গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ট্যাংকারের কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরপর দু’বার বিস্ফোরণ হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ভাগ্যবশত বেশ কয়েকজন দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা তাদের সঠিক সংখ্যা জানার চেষ্টা করছি। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ঘানার ন্যাশনাল ফায়ার সার্ভিসের মুখপাত্র বিল্লি অ্যানাগলেট এএফপিকে বলেন, গ্যাস স্টেশনে বিস্ফোরণের কারণ আমরা অনুসন্ধান করছি। সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনও পুড়ে গেছে।
দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে দমকল বাহিনীর ছয়টি গাড়ি এবং আরো ২শর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
খবর: আলজাজিরা