• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধনীদের টাকা জমানোর কাঙ্ক্ষিত দেশ সুইজারল্যান্ড

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ২৩:২৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ইউরোপের অন্যতম ধনী দেশ সুইস বা সুইজারল্যান্ডের আয়ের উৎস বৈচিত্র্যপূর্ণ। দেশটির বর্তমান মাথাপিছু আয় প্রায় ৩৪ লাখ ৫৩ হাজার টাকা।  কৃষি, পর্যটন, ব্যাংকিং, ঘড়ি, চকলেট—আয়ের উৎসের অভাব নেই সুইজারল্যান্ডের।  সারা বিশ্বের ধনীদের টাকা জমানোর জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ হলো সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।  এর মুদ্রার নাম সুইস ফ্রাংক। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম।  বার্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী।  অন্যতম বিখ্যাত অন্য দু’টি শহর হলো জুরিখ এবং জেনিভা।  জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনিভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে।  আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে-রূপে ভূষিত করেছে।  বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ।

সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া।  অবশ্য সুইস ব্যাংকসমূহ কালো টাকা নিরাপদের সংরক্ষণের জন্য কুখ্যাত।  দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই।  দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক।  সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১লা জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তিত হয়।  ছয় বৎসরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী পালাক্রমে এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।  ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল। বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত। ইউরোপ দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সৌন্দর্যময় দেশ।  এর প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের সব দেশকে হার মানায়।  পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং এ্যালপাইন বনাঞ্চল ঘেরা এই দেশটি অসাধারণ সুন্দর।  এ দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত ট্রেন, ট্রাম, বাস ও প্রাইভেট কার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। 
 
সূত্র: ফোর্বস,  বিজনেস ইনসাইডার ও উইকিপিডিয়া

সর্বাধিক পঠিত