• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আরেকটি ৯/১১! অল্পে রক্ষা পেল নিউইয়র্ক

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ২৩:২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে আক্রমণ চালানোর জন্য উগ্রবাদীদের একটি কথিত পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন ছদ্মবেশী একজন এফবিআই এজেন্ট এ ক্ষেত্রে ভূমিকার রেখেছে।

এই আক্রমণের পরিকল্পনার সাথে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্রের একজন, পাকিস্তানে এবং ফিলিপাইনে অন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসলামিক স্টেটের নামে আক্রমণ চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।জানা গেছে, একজন সন্দেহভাজন আক্রমণকারী বলেছে যে তারা ‘দ্বিতীয় ৯/১১’ ঘটাতে চেয়েছিল।

পরিকল্পনায় ছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে বোমা বিস্ফোরণ ঘটানো, এবং বিভিন্ন গানের অনুষ্ঠানে আসা শ্রোতাদের ওপর গুলি চালানো। প্যারিসের বাটাক্লান কনসার্ট এবং বেলজিয়ামের মেট্রোর ওপর আক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে রমজান মাসে এ হামলার পরিকল্পনা করেছিল তারা। চ্যাট এ্যাপ ব্যবহার করে এই তিন জন পরিকল্পনাটি করে।

আ্ক্রমণের পরিকল্পনাটি ধরা পড়ে গত বছর, তবে এ কথা প্রকাশ হয়েছে শুক্রবার। ইসলামিক স্টেটের সমর্থক সেজে একজন এফবিআই এজেন্ট ওই তিনজনের সাথে যোগাযোগ করেন এবং আক্রমণটি ঠেকিয়ে দেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন আবদুলরহমান আলব বাহনাসাবি, যিনি নিউইয়র্কে আটককৃত কানাডীয় নাগরিক, পাকিস্তানে থাকা মার্কিন নাগরিক তালহা হারুন এবং ফিলিপিনের রাসেল সালিচ। এদের গত বছরই বিভিন্ন সময় আটক করা হয়।

অভিযোগে বলা হয়, আবদুলরহমান আলব বাহনাসাবি সেই ছদ্মবেশী এফবিআই এজেন্টকে টাইমস স্কোয়ারের একটি ছবি পাঠায় এবং বলে ‘আমাদের একটা গাড়ি বোমার খুব দরকার।’ তার ইচ্ছে ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে টুইনটাওয়ারে বিমান হামলার মতোই আরেকটি ঘটনা ঘটানো। ওই আক্রমণে প্রায় ৩ হাজার লোক নিহত হয় এবং এর পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ তার ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেন, যার অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাকে আক্রমণ চালানো হয়।

এফবিআই এজেন্টকে তালহা হারুন বলেছিল, পাতাল রেল একটা ‘চমৎকার লক্ষ্যবস্তু’ হবে, এবং তাদের গুলি শেষ হয়ে গেলে আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণ ঘটানো হবে।নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এ আগেও বোমা হামলার চেষ্টা হয়েছিল।আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ১৭ বিদ্রোহী নিহত আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,‘ আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এসময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়’। গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে। আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান উগ্রবাদীরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত সপ্তাহে উগ্রবাদীরা একই জেলার বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন সৈন্যকে হত্যা করে।

সর্বাধিক পঠিত