লন্ডনে পথচারীদের ওপর গাড়ি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ২১:৪৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
লন্ডন পুলিশ বলছে, শনিবার লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের পাশে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বলছে, মিউজিয়ামের বাইরে পর্যটকদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। পুলিশ পশ্চিম লন্ডনের দক্ষিণ কেনসিংটনের এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে। লন্ডন পুলিশ বলছে, ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।