দাঙ্গা বাঁধাতে কোটি রুপি ঢেলেছিলেন হানিপ্রীত
দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করার পর দাঙ্গা বাঁধাতে তার পালিত কন্যা হানিপ্রীত ইনসান এক কোটি ২৫ লাখ রুপি দিয়েছিলে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের হরিয়ানা রাজ্যে রাম রহিমের ডেরা সাচা সৌদার পঞ্চকুলা শাখার প্রধান চামকাউর সিংকে হানিপ্রীত ওই অর্থ দেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, রাম রহিমের সাজা ঘোষণার পর তার সহকারী ও গাড়িচালক রাকেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় রাকেশ জানান, ২৫ আগস্ট হরিয়ানায় দাঙ্গা ছড়াতে ডেরা প্রধানকে এক কোটি ২৫ লাখ রুপি দিয়েছিলেন হানিপ্রীত।
এ বিষয়ে পঞ্চকুলার পুলিশ প্রধান এ এস চাওলা বলেন, ডেরা প্রধান চানকাউর এক কোটি ২৫ লাখ রুপি নিয়েছিলেন বিষয়টি নিশ্চিত। তবে ওই অর্থ তিনি কী কাজে ব্যবহার করেছেন, তা জানাননি তিনি।
মঙ্গলবার পাঞ্জাব রাজ্যের জিরকাপুর-পাতিয়ালা মহাসড়কের গাড়ি থেকে এক নারীসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
গত ২৫ আগস্ট হরিয়ানার পঞ্চকুলার আদালতে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন রাম রহিম। এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে। ভক্তরা পুলিশের ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এতে ৪১ জন নিহত হয়। আহত হয় ২০০ জনের মতো। ধর্ষণের দায়ে রাম রহিমকে ২০ বছরের সাজা দেওয়া হয়।