• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কঠোর বার্তা নিয়ে পাকিস্তানে আসছেন ট্রাম্পের দূত

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৭:৩৫
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার শীর্ষ কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের পাকিস্তানে পাঠাচ্ছেন। তারা ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।

পরমাণু শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দেয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প সন্ত্রাসী গ্রুপকে সহযোগিতার জন্যে পাকিস্তানকে জোরালোভাবে দায়ী করেন। এরই প্রেক্ষাপটে এ মাসের শেষের দিকে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

মার্কিন ও পাকিস্তান সূত্র জানায়, রেক্স টিলারসনের এরপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও ইসলামাবাদে যাবেন। এ সফরের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান, জিহাদি গ্রুপকে রাষ্ট্রীয় মদদ দেয়া পাকিস্তানকে অবশ্যই বন্ধ করতে হবে ট্রাম্পের এমন কঠোর বার্তা নিয়েই তারা পাকিস্তান যাচ্ছেন।

উল্লেখ্য, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্যে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে পাকিস্তানে কমান্ডোদের পাঠানোয় দুই দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে।

সর্বাধিক পঠিত