ট্রাম্পের যে প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক স্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ও তার তিন সন্তানের মা ইভানা ট্রাম্প। বহুদিন আগেই ট্রাম্পের সঙ্গে ইভানার বিয়ে বিচ্ছেদ হয়ে গেলেও প্রতি সপ্তাহেই তাদের মধ্যে এখনও কথা হয়।
এমনকি ইভানাকে তার নিজ দেশ চেক রিপাবলিকের রাষ্ট্রদূত হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইভানা নিজেই।
কেন তিনি এমন একটি আকর্ষণীয় কূটনৈতিক পদের প্রস্তাব ফিরিয়ে দিলেন এমন প্রশ্নের জবাবে ইভানা বলেন, ‘আমি এমনিতেই ভালো আছি। আমার পরিপূর্ণ একটা জীবন রয়েছে। কেন আমি এত ঝামেলার মধ্যে যাব।’
ইভানার আসলেই একটি ঈর্শনীয় জীবন রয়েছে। ৬৮ বছর বয়সী ইভানা একাধারে একজন লেখক, ব্যবসায়ী ও সাবেক মডেল।
বর্তমানে তিনি ‘রেইজিং ট্রাম্প’ নামে একটি আত্মজীবনী লিখছেন। বিয়ে বিচ্ছেদের আগে কীভাবে তিনি ট্রাম্পের তিন ছেলেমেয়ে- ডোনাল্ড জুনিয়র, এরিক ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্পকে লালন-পালন করে বড় করেছেন, সেসব বিষয় স্থান পাবে বইটিতে।
এছাড়া এখনও তিনি ফ্যাশন বিষয়ে বিভিন্ন শোর আয়োজন করে থাকেন।