• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বামী-সন্তানের সামনে গৃহবধূকে গণধর্ষণ

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১১:১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

স্বামী ও সন্তানের সামনে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। সন্তানকে শিশুরোগ বিশেষজ্ঞ দেখিয়ে ৩০ বছর বয়সী ওই নারী স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পধে ধর্ষণের শিকার হন।

পুলিশ জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে চার ব্যক্তি মিলে স্বামী ও তিন মাস বয়সী সন্তানের সামনে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন। খবর: এনডিটিভির।

অভিযোগে বলা হয়েছে, পথে কার গাড়িতে আসা চার ব্যক্তি ওই দম্পতির পথরোধ করে। এরপর মায়ের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে ছুঁড়ে ফেলে ও স্বামীকে মারধর করে অস্ত্রের মুখে স্ত্রীকে ইক্ষুক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর ধর্ষকেরা এ ঘটনা কেউ জানতে পারলে তাদের খুন করারও হুমকি দেন। এক পর্যায়ে নির্যাতিতরা চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়।

ধর্ষিতা বার্তা সংস্থা এএনআইকে বলেন, চার ব্যক্তি আমাকে টেনে-হিঁচড়ে ইক্ষুক্ষেতে নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে ধর্ষণ করে। তারা আমার বাচ্চাকে হত্যার চেষ্টা চালায় এবং স্বামীকে ব্যাপক মারধর করে।

তিনি আরও বলেন, এক পর্যায়ে আমরা সাহায্য চেয়ে চিৎকার করলে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন কৃষক এসে আমাদের উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ কৃষকদের কাছে থেকে তাদের নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। আর ওই নারীর শারীরিক পরীক্ষা করা হয়।

মুজাফফরনগরের আঞ্চলিক এসপি অজয় শাদেব বলেন, আমরা ধর্ষিতার মেডিকেল টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করছি। এ ঘটনায় চার ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।