• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খেলার ছলে দম বন্ধ হয়ে ট্যাক্সিক্যাবের ভিতর প্রাণ গেল দুই শিশুর

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ০৯:৪৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

দিল্লিতে গাড়িতে দরজা আটকে দম বন্ধ হয়ে প্রাণ হারালো দুই শিশু। গত বুধবার শহরের নিকটবর্তী রানহাউলা এলাকায় ট্যাক্সিক্যাবের ভিতরে খেলতে গিয়ে দরজা আটকে গেলে এ দুই শিশুর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার সন্ধ্যায় দরজা খোলা পেয়ে গাড়িতে উঠে খেলছিল ৫ বছর বয়সী সোনু এবং ৬ বছর বয়সী রাজ। এ সময় খেলার ছলে দরজা বন্ধ করে দিলে শিশুদুটি ভিতরে আটকা পড়ে। প্রায় নয় ঘণ্টা পর গাড়ির ভিতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত দুই শিশুর একজনের পিতার মালিকানাধীন এ ট্যাক্সিক্যাবটি। ট্যাক্সিক্যাব চালক গাড়িটি দরজা বন্ধ না করেই বাড়ির গ্যারেজে রেখে চলে যায়। এ সময় শিশুদুটি খেলার ছলে গাড়িতে ওঠে ভিতরের দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের খোঁজ না পেলে পুলিশের কাছে অপহরণের অভিযোগ জানায় শিশুদুটির পরিবার। কিন্তু তাদের সন্ধানের উদ্দেশ্যে গ্যারেজ থেকে ট্যাক্সিক্যাবটি বের করতে গিয়ে দেখা যায় গাড়ির ভিতরে নিথর দুটি দেহ পড়ে আছে।

উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।  পুলিশ ধারণা করছে, খেলতে গিয়ে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে যায় তারা, সেখানেই তাদের মৃত্যু হয়।  

সর্বাধিক পঠিত