• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এক দিনেই হাসপাতালে ৮ শিশুর মৃত্যু

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১২:২৮
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

হাসপাতালে শিশু মৃত্যু যেন মহামারী আকার ধারণ করেছে ভারতে। আবারো চিকিৎসাধীন অবস্থায় এক দিনে ৮ শিশুর মৃত্যু নিয়ে হৈ চৈ শুরু হয়েছে।

দেশটির উত্তর-পূর্বের রাজ্য আসামের বারপেটা জেলার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশুদের বয়স দু’দিন থেকে এক মাসের মধ্যে। চিকিৎসকদের অবহেলা আর পুরাতন অবকাঠামোর কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও কেন মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি। খবর: বিবিসির।

ভারতের এক স্বাস্থ্য কর্মকর্তার দাবি, একদিনে একটি হাসপাতালে আট শিশুর মৃত্যু অস্বাভাবিক। তবে কাকতালীয়ভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেটি ঘটেছে। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। অবহেলার কারণে ওই শিশুদের মৃত্যু হয়নি।

ভারতে শিশু মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আসাম রাজ্য। সেখানে প্রতিবছর অনেক শিশুর মৃত্যু হয়।
এর আগে এক মাসে ভারতের উত্তর প্রদেশের দুটি হাসপাতালে অন্তত ২০০ শিশু মারা যায়। তখনও চিকিৎসার অবহেলা এবং অক্সিজেন না দেওয়ার অভিযোগ উঠেছিল।

সর্বাধিক পঠিত