• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে পারবে না রুশ সেনারা

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১০:২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সামাজিক গণমাধ্যম। আর তারই জের ধরে নিরাপত্তার প্রশ্নে পেশাদার সেনা সদস্য ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সামাজিক গণমাধ্যমে পোস্ট করা নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
আইনিটিতে বলা হচ্ছে, ইন্টারনেটে আপলোড করা ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য উপাদানের মাধ্যমে শত্রুদের কাছে সামরিক তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। কারণ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে কোন সামরিক ইউনিটের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়।  
 
এদিকে বিবিসি জানিয়েছে, আইনটি বিদেশে নিযুক্ত চুক্তিভিত্তিক পেশাদার সৈন্যদের ওপর প্রভাব ফেলবে। এ মূহুর্তে রাশিয়ান সৈন্যরা সিরিয়া ও ইউক্রেনে নিয়োজিত আছে।
 
সূত্র: বিবিসি