• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের শিকার এক ছাত্র!

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ০২:৪১
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ‘ধর্ষণের’ শিকার হয়েছেন এক ছাত্র। বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে গত বছর ঘটনাটি ঘটলেও এখন তা প্রকাশ্যে এসেছে।

লঙ্কা থানার স্টেশন অফিসার জানান, গত বছর ১৭ অগাস্ট বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই ওই ছাত্রকে ‘ধর্ষণ’ করা হয়। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক প্রশাসনিক কর্মী। নভেম্বর মাসে চার্জশিট দায়ের করা হয়। ডিসেম্বর মাসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩২৮, ৩৪২ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

কোলকাতার এবিপি আনন্দ’র খবরে বলা হয়, সম্প্রতি শ্লীলতাহানির অভিযোগে ছাত্রী বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরপরই এই ঘটনা সামনে আসে।

অভিযোগ উঠে, বিশ্ববিদ্যালয়ে সমকামীদের দাপট রয়েছে। গত বছর ঘটনাটি ঘটলেও তখন সেভাবে বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। ছাত্রটির নিরাপত্তার কথা চিন্তা করেই তা প্রকাশ্যে আনা হয়নি বলে জানা গেছে।

বর্তমানে ওই ছাত্রের পাশে দাঁড়িয়েছে আরো অনেক শিক্ষার্থী। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে প্রতিদিন বাইরে থেকে প্রচুর লোক আসে। প্রত্যেকেই ভিন্ন মানসিকতার হয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয়ে আগত প্রত্যেককে পরীক্ষা করা সম্ভব নয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন।