• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা’

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৯:৪৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

মার্কিন সামরিক গবেষণা প্রতিষ্ঠান র‍্যান্ড কর্পোরেশন তার সর্বশেষ প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক সংঘাতের প্রবল আশঙ্কা  রয়েছে এবং তা হবে মারাত্মক প্রাণঘাতী। এই আশঙ্কা  গত কয়েক বছরে অনেক বেড়ে গেছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি বলেছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত হলে যেকোনো যুদ্ধের চেয়ে তা হবে অনেক বেশি প্রাণঘাতী।

এ প্রতিবেদনের বরাত দিয়ে নিউজ উইক বলছে, ‘চীনের সামরিক উন্নতি ও সংস্কার দেশটিকে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ইস্যুতে যুক্তরাষ্ট্রর সঙ্গে চীনের যুদ্ধ হতে পারে তার মধ্যে উত্তর কোরিয়া ইস্যুটি সবার ওপরে রয়েছে।

১৬ পৃষ্ঠার প্রতিবেদনে আরো বলা হচ্ছে- উত্তর কোরিয়ায় মার্কিন হামলা হলে চীন পিয়ংইয়ংকে রক্ষার জন্য সংঘাতে জড়িয়ে পড়বে না তবে নিজের স্বার্থ রক্ষার জন্য বেইজিং যুক্তরাষ্ট্রর সঙ্গে যুদ্ধে জড়াতে পারে। এছাড়া, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানও বড় ইস্যু।

সূত্র: পার্স টুডে

সর্বাধিক পঠিত