• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মস্তিষ্কে অস্ত্রোপচারের সময়ে বাহুবলী দেখলেন নারী

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৯:০৪
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট

ভারতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সময়ে এক নারী ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বাহুবলী ২ দেখেছেন। দেশটির অন্ধ্র প্রদেশের গুন্তুর জেলার একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
 
রোগিণী বিনয়া কুমারী একজন জ্যেষ্ঠ হেড নার্স। মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় তার অস্ত্রোপচার করা হয়। চেতনাবস্থায় এই অস্ত্রোপচার করা হয় বলে এই পদ্ধতিকে ‘অ্যাওয়েক ব্রেইন সার্জারি’ বলে উল্লেখ করা হয়। এই অস্ত্রোপচার চলার সময়ে তার সামনের স্ক্রিনে বাহুবলী ২-দ্য কনক্ল্যুশন চালিয়ে দেয়া হয়।
 
তাকে প্রযোজ্য ব্যথানাশক দিলেও এই অবস্থায় সম্পূর্ণ সজাগ ছিলেন। নিউরোসার্জন শ্রীনিবাস রেড্ডি বলেন, টিউমারটি তার সেনসরি কর্টেক্স থেকে যখন সরানো হচ্ছিল তখনও বিনয়া গুনগুন করে সিনেমার জনপ্রিয় ‘দণ্ডলয়া’ গানটি গাচ্ছিলেন। পুরো অপারেশনটি দেড় ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়, যদিও সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট।
 
অস্ত্রোপচারের ৫ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান বিনয়া। এর আগে বেঙ্গালুরুতে এক ব্যক্তিকে গিটার বাজানো অবস্থায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এনডিটিভি।

সর্বাধিক পঠিত