ইরাকে আইএসের গুরুত্বপূর্ণ হাওয়াইজা ঘাঁটির পতন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৬
আন্তর্জাতিক ডেস্ক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে হাওয়াইজার পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে আইএসের সর্বশেষ ঘাঁটিগুলোর একটির পতন ঘটল।
বৃহস্পতিবার ইরাকি বাহিনী হাওয়াইজা পুনর্দখলের দাবি করে।
এ অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল আমির ইয়ারাল্লাহ বলেন, সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনী হাওয়াইজার সমগ্র কেন্দ্রস্থলকে মুক্ত করেছে।
আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান এই জেনারেল।
সূত্র: এএফপি