• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হামলার পরিকল্পনা জানার কথা অস্বীকার প্যাডকের বান্ধবীর

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৩০
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট

লাস ভেগাসে হামলাকারীর বান্ধবী বুধবার জানিয়েছেন, হামলার পরিকল্পনার ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। তিনি তার বন্ধু স্টিফেন প্যাডককে একজন ‘শান্ত ও যত্নশীল মানুষ’ হিসেবে উল্লেখ করেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাপুরুষোচিত এ হামলায় হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় শোক ঘোষণা করেছেন।
 
যুক্তরাষ্ট্রের একটি মিউজিক কনসার্টে ভয়াবহ বন্দুক হামলায় ৫৯ জন নিহত ও ৫২৭ জন আহত হওয়ার ঘটনায় প্রথম প্রকাশ্য মন্তব্যে মারিলো ড্যানলি বলেন, তিনি স্টিফেন প্যাডকের সঙ্গে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ আশা করেছিলেন। এদিকে লাস ভেগাসে হামলায় যারা আহত হয়েছেন, তাদের অনেককে দেখতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। প্যাডকের বান্ধবী মারিলো ড্যানলি (৬২) মঙ্গলবার ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর এফবিআই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। 

ড্যানলির একটি বিবৃতি তার এটর্নী ম্যাথিউ লুম্বার্ড পড়ে শোনান। সেখানে তিনি বলেন, আমি প্যাডককে জানতাম একজন দয়ালু, যত্নশীল ও শান্ত মানুষ হিসেবে। তিনি বলেন, আমি তাকে ভালোবাসতাম। তাকে নিয়ে আমি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। বিবৃতিতে তিনি আরো বলেন, সে কখনই আমার কাছে কিছু বলেনি। এমনকি এমন কিছু করেনি যা দেখে আমি ভয়াবহ বিষয়টিতে সতর্ক হয়ে যাই। এএফপি।

সর্বাধিক পঠিত