এরদোয়ানকে হত্যাচেষ্টায় ৩৪ জনের যাবজ্জীবন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ব্যর্থ অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার ঘটনায় ৪৩ দোষী সাব্যস্ত করেছেন আদালত। এদের মধ্যে ৩৪ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীর একজন লেফট্যান্ট কর্নেলও রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
বুধবার দেশটির একটি আদালত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর একজন লেফট্যান্ট কর্নেলও রয়েছেন। এ মামলায় উল্লিখিত সন্দেহভাজনদের মধ্যে ৩৭ জনই সাবেক সেনাসদস্য। তাদের সবার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের ১৫ জুনের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার দায়েও তাদের অভিযুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, ওই সময়ে যে হোটেলে এরদোয়ান অবস্থান করছিলেন সেখানে হামলার সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে এ বিচার প্রক্রিয়া চলছিল। সর্বশেষ বুধবার রায় ঘোষণা করেন আদালত। ওই ব্যর্থ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ভিন্নমতাবলম্বী নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে আঙ্কারা। অভ্যুত্থানচেষ্টার ঘটনায় গত মাসের শেষদিকে ১১৭ সেনাসদস্যকে গ্রেপ্তার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
অভিযুক্তদের মধ্যে কয়েকজন সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল। অভিযুক্তরা ফেতুল্লাহ গুলেনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতো বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা।