পাকিস্তান সীমান্তে বাংলাদেশি নাগরিক গ্রেফতার
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০২:১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
রাজস্থান রাজ্যের পাকিস্তান সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাজস্থানের বারমাড় এলাকায় আবদুর রহমান নামের ওই বাংলাদেশিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
রাজস্থান পুলিশ বলছে, আবদুর রহমান বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা। পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি; জিজ্ঞাসাবাদে আবদুর রহমান পুলিশকে তেমনটাই জানিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে তিনি বাংলাদেশ থেকে ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন, সে ব্যাপারে কিছু জানায়নি রাজস্থান পুলিশ।
পুলিশের দাবি, আবদুর রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এক দালাল তাকে পাকিস্তান নিয়ে যাওয়ার কথা বলে দিল্লি থেকে রাজস্থানে নিয়ে আসে। কিন্তু পরে সেখান থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। সন্ত্রাসী কোনো গোষ্ঠীর সঙ্গে আবদুর রহমানের যোগাযোগ রয়েছে কি না, সে ব্যাপারে জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়া পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং ঠিক কী কারণে তার সেখানে যাওয়ার চেষ্টা; তা জানার চেষ্টা চলছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস