• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কারাগারে প্রথম রাত কেঁদেই কাটিয়ে দিলেন হানিপ্রীত!

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৩৪ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

জৌলুস কোথায় যেন উবে গিয়েছে। পরনে অতি সাধারণ সালোয়াজ কামিজ। সেই তেজ আর নেই। কথাও খুব একটা বলেননি। শুধু মাঝেমধ্যেই ফুঁপিয়ে কেঁদে উঠেছেন! কারাগারে প্রথম রাতটা প্রায় এইভাবেই কাটিয়ে দিলেন ধর্ষক রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসান।

মঙ্গলবারই তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। থানায় হানিপ্রীতকে অনেক রাত পর্যন্ত জেরা করা হয়। এক্ষেত্রে ভারতের আইজি মমতা সিংয়ের নেতৃত্বে হরিয়ানা পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে। ৩৮ দিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন হানিপ্রীত, কাদের সঙ্গে দেখা করেছিলেন, এসবই জেরায় জানতে চাওয়া হয়। জেরার মুখে বারবার কেঁদে ফেলছিলেন হানিপ্রীত। নিজেকে নির্দোষ বলে দাবি করছিলেন।

হানিপ্রীতের অভিযোগ, তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে যা যা দেখানো হচ্ছে, সবই ভিত্তিহীন। রাতে হানিপ্রীতের মেডিকেল টেস্টের জন্য একটি টিম যায়। কিন্তু তাতে কোনো নারী সদস্য না থাকায় মেডিকেল টেস্ট করাতে রাজি হননি হানিপ্রীত। এরপর হানিপ্রীতকে খেতে দেওয়া ডাল ও দুটো রুটি। খাবার খেয়ে বেশ কিছুক্ষণ একা থাকেন হানিপ্রীত। ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, আজ বুধবার হানিপ্রীতকে আদালতে পেশ করানো হবে।

সর্বাধিক পঠিত