যে কারণে চাকরি ছাড়লেন লন্ডনের উবারপ্রধান
লন্ডনের রাস্তায় লাইসেন্স টিকিয়ে রাখতে উবার যখন মরিয়া, তখনই শোনা গেল অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠানটির লন্ডনকেন্দ্রিক উত্তর ইউরোপীয় প্রধান জো বারট্রাম চাকরি ছাড়লেন।
একটি ইমেইলে তিনি জানান, আমি আরেকটু উত্তেজনাকর এবং নতুন কিছু করব বলে ঠিক করেছি। এদিকে উবার জানিয়েছে বারট্রামের চাকরি ছাড়ার সাথে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কোনো সংযোগ নেই। উবারের প্রধান নির্বাহী দারা খোসরুশাহীর সাথে লন্ডন ট্রান্সপোর্ট কমিশনারের বৈঠক হবার কথা রয়েছে। অনিয়ম ও চালকদের অপরাধমূলক কার্যক্রমের জন্য উবারের লাইসেন্স নবায়ন হবে না বলেই সম্প্রতি ঘোষণা দিয়েছে লন্ডন কর্তৃপক্ষ।
বারট্রাম গত চার বছর ধরে এই পদে আসীন ছিলেন। তিনি লন্ডনে উবারের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। তার মেইলে তিনি আরো বলেন, ‘নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবার পর এখন আমি একটু পরিবর্তন চাই জীবনে। আমার বিশ্বাস আমার ওপর যে দায়িত্ব ছিল, তা নতুন কেউ এসে আমার থেকে ভালো করে পালন করবেন। এরইমধ্যে লন্ডনের প্রায় পৌনে সাত লাখ মানুষ উবারের লাইসেন্স নবায়ন সংক্রান্ত একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।
সূত্র: বিবিসি