• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবা কী মেয়েকে ভালোবেসে স্পর্শ করতে পারে না?

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৩:০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ধর্ষণের দায়ে রাম রহিম কারাগারের যাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান তারই পালিতকন্যা হানিপ্রীত। এতে করে অভিযোগ উঠে, সৎ বাবা রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের অবৈধ সম্পর্ক ছিল।

তার স্বামী তো বটেই, আরও অনেকেই আপত্তিকর অবস্থায় দেখেছেন তাদের। এই অভিযোগ অস্বীকার দিলেন হানিপ্রীত ইনসান। হানিপ্রীতের প্রশ্ন, কোনো বাবা কি তার মেয়েকে ভালোবেসে স্পর্শ করতে পারেন না? সম্প্রতি দেশটির এক সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীত এই প্রশ্ন করেন। 

এদিকে হানিপ্রীতের সাবেক স্বামী বিশ্বাস গুপ্ত অবশ্য অভিযোগ করেছেন, রাম রহিমের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেও একই কাণ্ড চলত বলে তার দাবি। তার আরও অভিযোগ, রাম রহিম তাকে সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলতেন। হুমকি দিতেন, কাউকে কিছু না বলতে।

হানিপ্রীতের আরও প্রশ্ন, লোকে কেন তার ও রাম রহিমের বাবা-মেয়ের সম্পর্কে কালি ছেটাচ্ছে। তাদের বিরুদ্ধে নোংরা প্রচার চলছে। একজন বাবা কী তার মেয়েকে ভালোবাসতে পারেন না!