• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রোহিঙ্গাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেবে তুরস্ক

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ২০:১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্য থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেবে তুরস্ক।

এ বছরই দেশটি ৫৩ রোহিঙ্গা শিক্ষার্থীকে বৃত্তি দেবে বলে জানিয়েছেন তুরস্কের ডেপুটি মিনিস্টার হাকান কাভুসগলু।

বর্তমানে দেশটিতে ১৫ জন রোহিঙ্গা শিক্ষার্থী পড়ালেখা করছেন জানিয়ে তিনি বলেন,  মিয়ানমারের রাখাইনে নির্যাতিত শিক্ষার্থীরা কমিউনিকেশন, আইন, রাজনীতি এবং মানবাধিকার বিষয়ে পড়াশোনার সুযোগ পাবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে মুসলিমবিরোধী সেনা অভিযান শুরু করে।

জাতিসংঘের সর্বশেষ তথ্যানুযায়ী, সেনা অভিযানে এক হাজারের বেশি নিরীহ রোহিঙ্গা মারা গেছে। আর প্রাণ বাঁচাতে সর্বস্ব হারিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা। যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু