• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এমপি জানালেন শরীরে ‘অভদ্র স্পর্শ’ পেয়েছেন

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৫:০১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ভারতের উত্তর মুম্বাই থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিজেপির এমপি পুনম মহাজন জানিয়েছেন, তিনি নিজেও যৌন হয়রানির শিকার হয়েছেন। রোববার রেড ব্রিক সামিটে বক্তৃতাকালে এই নারী এমপি একথা জানান।

সম্মেলনটি আয়োজন করেছিল ইন্ডিয়ান ইনস্টিটউট অব ম্যানেজমেন্ট-আহমেদাবাদ (আইআইএম-এ)।

ভারতের প্রতিটি নারীই জীবনের কোনো না কোনো সময় এক বা একাধিকবার যৌন হয়রানির শিকার হয়েছেন বলে মনে করেন এই তরুণ এমপি। তিনি বলেন, এই ধরনের যৌন হয়রানির ঘটনায় নিজেকে অপরাধী মনে করার কারণ নেই।

নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা বলেন, ক্লাসের জন্য ওরলি থেকে ট্রেনে করে ভারসোভাতে যেতাম। সে সময় গাড়ি দিয়ে আমাদের চলাফেরা করার সামর্থ্য ছিল না। আমার দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে এজন্য আমাকে অপরাধী মনে করতে পারি না।

তিনি বলেন, গ্রহের প্রত্যেক নারীই বিশেষ করে ভারতের সব নারীই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। প্রত্যেক নারীই তাকে নিয়ে খারাপ মন্তব্য শুনেছে, অভদ্রভাবে শরীরে স্পর্শ পেয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কাঁচের দেয়াল ভাঙ্গো’ শিরোনামের সেই বক্তৃতায় এমন যৌন নিপীড়নের আরও বিভিন্ন বিষয় উঠে আসে।

এক পর্যায়ে পুনম বলেন, আমাদের জীবনের সব জায়গাতেই দেবীদের যুক্ত করি। কিছু ক্ষেত্রে আমরা আমেরিকার চেয়ে এগিয়ে। তাদের কোনো নারী প্রেসিডেন্ট নেই। কিন্তু, ভারতে নারীরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই নারীরা কাঁচের দেয়াল ভেঙেছেন। এখন এটা আমাদের দায়িত্ব সেই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার।

ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি নিজের প্রতি ঘৃণা ও ভয় না রেখে যৌন হয়রানি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, কেউ যদি আপনাকে হয়রানি করে তাহলে তাকে থাপ্পড় দিন।

এছাড়া হিন্দি সিরিয়ালগুলো নারীদের ভাবমূর্তি নষ্ট করছে বলেও উল্লেখ করেন বিজেপির এই এমপি।

সর্বাধিক পঠিত