• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরে চিকিৎসকের অভাবে মদনা

কমিউনিটি ক্লিনিক থেকে সেবা বঞ্চিত এলাকাবাসী

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পর্যাপ্ত জনবল সঙ্কট, আসবাবপত্রের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মদনা-১ কমিউনিটি ক্লিনিক। চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মদনা গ্রামবাসী। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশব্যাপী ২০১৩ সাল থেকে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক।

মদনা-১ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক সঙ্কট অভাবসহ নানা সমস্যায় জনগণের স্বাস্থ্যসেবা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। এই সেবা কেন্দ্রে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। এমনকি অভাব রয়েছে ওষুধ সরবরাহের। অস্থায়ী ভাবে চলছে নাম মাত্র চিকিৎসা।

স্থানীয় বাসিন্দারা বলেন শুরুতে এই ক্লিনিকটি ভালোই সেবা দিয়ে আসছিলো। বর্তমানে ডাক্তার না থাকার কারনে এখন আর সেবা দেওয়া হয়না। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মদনা-১ কমিউনিটি ক্লিনিকের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন বর্তমানে ক্লিনিকটিতে চিকিৎসা না থাকার কারনে এলাকাবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট আবেদন করবো আমাদের এই মদনা-১ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিয়োগের মাধ্যমে এলাকার গরীব ও অসহায় মানুষের সেবা নিশ্চিত করবেন।

সর্বাধিক পঠিত