• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনায় নতুন করে ৪ জন পজিটিভ সুস্থ ৫ জন

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২১, ১১:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার ২৮টি স্যাম্পলের রিপোর্ট প্রকাশিত হয়। এতে ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি ২৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ' ৫৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ' ১৮জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২৭ জানুয়ারি বুধবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ২৮টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো গত ২৬ জানুয়ারি মঙ্গলবার সংগৃহীত। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জ উপজেলার ১ জন ও শাহরাস্তি উপজেলার ১ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৫৩জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে গতকাল সুস্থ হয়েছেন ৫ জন।