• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনায় নতুন করে একজনের মৃত্যু, ৩ জনের করোনা পজিটিভ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২১, ০৯:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ৪৬টি স্যাম্পলের রিপোর্ট প্রকাশিত হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৪৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ' ৫৫জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ' ১৩জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।


এদিকে চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানা যায়। মৃত ব্যক্তির নাম দুলাল, বয়স ৪০। মৃত ব্যক্তির বাড়ি চাঁদপুর উপজেলার চান্দ্রা হরিনা মদনা গ্রামে। তিনি গত ২৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেল ৩টায় মারা যান। এ নিয়ে চাঁদপুর জেলার করোনায় আক্রান্ত হয়ে মৃত বক্তির সংখ্যা ৮৭ জন থেকে বেড়ে ৮৮ জন হয়।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ২৬ জানুয়ারি মঙ্গলবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৪৬টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো গত ২৫ জানুয়ারি সোমবার সংগৃহীত। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও হাজীগঞ্জ উপজেলার ১ জন।

সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৫৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সর্বাধিক পঠিত