মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১৩:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ন্যাশনাল চাইল্ডহুড বস্নাইন্ডনেস প্রজেক্ট (এনসিবিপি)-এর আওতায় ৮ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস-২০২০ যথোযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। 'দৃষ্টি জুড়ে আশা' এই সস্নোগানে দিবসটি উদযাপনকল্পে র্যালি ও হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে শিশুদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমসহ স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ২৫জন দরিদ্র অসহায় রোগীর চোখে ছানি অপারেশন করা হয়েছে।