চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির
তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৬০জন রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন হয়েছে। গতকাল ৩ মার্চ রোববার সকাল ১০টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এ ধরনের চিকিৎসা সেবা হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ৬০জন রোগীকে অপারেশনের ব্যবস্থা করেন। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।