• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছিনতাইকারীকে গণধোলাই

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দীর্ঘদিন ধরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে পকেটমার ও ছিনতাইকারীদের পদচারণা রয়েছে। এসব পকেটমার ও ছিনতাইকারীরা সুযোগ পেলেই দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সর্বশান্ত করে দেয়।
    গতকাল ২২ জানুয়ারি দুপুরে ১ ছিনতাইকারীকে জনতা ধরে গণধোলাই দিয়েছে। চাঁদপুর পৌরসভার এমএলএসএস মোক্তার হোসেনের ছেলে মোবারক হোসেন (২০) হাসপাতাল এলাকায় বসবাস করে হাসপাতালের মধ্যেই নানা অপকর্ম করে চলছে। দুপুর ১টায় হাসপাতালে আগত এক রোগীর নারী অভিভাবক সিএনজি স্কুটারযোগে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোবারক হোসেন ওই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে সুকৌশলে মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে। নারীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে মোবারক পালানোর চেষ্টা করে। এ সময় জনতা দৌঁড়ে তাকে ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে। হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম জানান, এই ছেলেটি সকালে পুরুষ ওয়ার্ডে গিয়েছিলো। তারপর থেকে সাইফুল ইসলামের মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। চাঁদপুর পৌরসভার চাকুরি করার সুবাদে স্থানীয় জনগণ মোক্তার হোসেনের ছেলে মোবারককে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
    স্থানীয়রা আরও জানায়, মোবারক প্রায় সময় হাসপাতাল অঙ্গনে বিচরণ করে এ ধরনের অপকর্ম করে থাকে। গত কয়েকমাস পূর্বে সে হাসপাতাল প্রাঙ্গণে চুরি করলে জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। জেলহাজত থেকে বেরিয়ে সে আবারো একই ধরনের অপরাধ করে চলছে মোবারক।

 

সর্বাধিক পঠিত