চাঁদপুরে বিশ্ব এইডস দিবস পালন
বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের ৩০তম এইডস দিবসের প্রতিপাদ্য হলো এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন। সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ গোলাম কাউসার হিমেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন বলেন, আজকের এ দিবসটি সারাবিশ্বে পালন করা হচ্ছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের এ রোগ থেকে দূরে থাকতে হব। এইচআইভি ভাইরাস সম্পর্কে আমরা ছোট বেলায় পড়েছি। আমাদের সমাজে অনেক মাদক সেবনকারী রয়েছে, হিজড়া, বেদে সম্প্রদায় এ রোগের ঝুঁকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে হবে। ঝুকিপূর্ণ স্থান সমূহে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে ঝুঁকি মোকাবেলায় কাজ করতে হবে। বাংলাদেশ ঘনবসতি এলাকা এখানে স্বাস্ব্য ঝুঁকি থাকতে পারে। হেলথ এডুকেশনের মাধ্যমে তা রোধ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ, আত্মনিবেদিতার নির্বাহী পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা বিএমএর সভাপতি ডাঃ মোঃ নুরুল হুদা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম মন্টু, নবরূপ বন্ধু সোসাল সংগঠনের পিএম বিল্লাল হোসাইন, ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান প্রমুখ।