• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে হাইমচরে অ্যাডভোকেসি সভা

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ০৮:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রচার সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’।
    গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অ্যাডভোকেসি সভায় উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাকের সভাপতিত্বে ও ইউএফপিএ তন্ময় বণিকের পরিচালনায় সেবা সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এসএম কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর, হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।
 

সর্বাধিক পঠিত