• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কল্যাণপুরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বিষয়ে আলোচনা

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ০৮:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় দাসাদীস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুরহাট ব্র্যাক শাখার জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ আবু আলেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সফিকুল ইসলাম সফু, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজ্জাক প্রধানীয়া, কল্যাণপুর ওয়ার্ড মেম্বার মোঃ জলিল মোল্লা, মোঃ ছালামত খান, মিজানুর রহমান তালুকদার, মোঃ বাকী উল্লাহ তালুকদার, মোঃ কাদির প্রধানীয়া, মোঃ মমিন বেপারী, মহিলা সদস্য মোসাম্মদ রুমি বেগম, জোসনা বেগম, নাজমা বেগম প্রমুখ।
বক্তারা যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্যে ব্র্যাক কীভাবে কাজ করে সে বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, ব্র্যাক যক্ষ্মারোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে উন্নতমানের ডিজিটাল এক্স-রে মেশিন দ্বারা যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করছে। যাদের একনাগারে দুই সপ্তাহের বেশি সময় ধরে কাঁশি থাকে তাদেরকে ব্র্যাক অফিসে যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে আসার জন্যে অনুরোধ জানান।

 

সর্বাধিক পঠিত