• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রেলপথের ওপর জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ বিক্রি

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ০৮:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-লাকসাম রেলপথের উপর ঔষধ বিক্রি হচ্ছে প্রতিদিন। চাঁদপুর শহরের ব্যস্ততম ও জমজমাটপূর্ণ এলাকা হচ্ছে চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকা। সেই কোর্ট স্টেশন গেইট সংলগ্ন রেলপথের মাঝখানে বসেই ঔষধ ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে করে পথচারীদের সমস্যা না হলেও পথচারী-ক্রেতাদের জীবনের ঝুঁকি থাকে অনেক। শুধু ক্রেতারাই ঝুঁকিসহ এ পথের উপর বসে বাক্সের উপর রেখে বিভিন্ন প্রকার ঔষধ বিক্রি করেন না, সেই সাথে বিক্রেতারাও মারাত্মক ঝুঁকিতে  থাকেন। এখানে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা ও ১১টা পর্যন্ত জটিল রোগের ঔষধ বিক্রিতে পথচারী ও রোগীদের ভিড় জমাতে সাউন্ড বক্স লাগিয়ে মাইক্রোফোন ব্যবহার করা হয়। এখানে সাধারণ কোনো রোগের ঔষধ নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি, হাঁপানি, সেক্স, নারীদের জটিল রোগ ও বাতের ঔষধ বিক্রি করা হয়ে থাকে। যিনি বিক্রি করেন, তিনি কোনো ডাক্তার, হাকিম বা ফার্মাসিস্ট নন। তিনি সাধারণ প্রাথমিক বিদ্যালয় পড়–য়া একজন ব্যক্তি বলে জানান। এভাবে রেলপথের উপর প্রতিদিন চলাচলকারী ট্রেনের লাইনের উপর বসে ব্যবসা করা বা ঔষধ বিক্রি করা কতটুকু নিরাপদ তা ক্রেতা-বিক্রেতা কেউই যেনো অনুভব করার জ্ঞান রাখছেন না। ট্রেনের কাছাকাছি আসার আওয়াজ বা ট্রেন দেখে তারা তাদের মালামাল বা ঔষধ সরিয়ে প্লাটফর্মের উপর নিয়ে আসেন। ট্রেন চলে গেলে আবার সেখানে বসান ঔষধ ব্যবসার দোকান। সকল ক্রেতা-বিক্রেতার চোখের আড়ালেই হঠাৎ করে ট্রেন চলে এলে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে শতভাগ। এই চিত্র সংবাদকর্মী বা সচেতন মহলের চোখে পড়লেও প্রশাসনের চোখে পড়ছে না। এ বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন রয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের। কোর্ট স্টেশন এলাকার ব্যবসায়ীরা এ বিষয়টি দেখার জন্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন।

সর্বাধিক পঠিত