• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে আদর্শ শিশু নিকেতন সংলগ্ন মাঠে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ০৮:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এ প্রতিপাদ্য বিষয়ে সারাদেশে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় কার্যক্রম চলছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার ৮টি উপজেলায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে বিনামূল্যে এ সেবা কার্যক্রম চলবে।
গতকাল ১১ নভেম্বর রোববার সারাদেশের মতো ডায়াবেটিস রোগ নির্ণয় কার্যক্রমের অংশ হিসেবে হাইমচরে আদর্শ শিশু নিকেতন সংলগ্ন মাঠে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদিন সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত ডায়াবেটিক চিকিৎসা সেবা দেয়া হয়। এদিন প্রায় ১শ’ ৮০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয় এবং চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়াও ৬৩ জনের ডায়াবেটিস সনাক্ত করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সানজিদা আলম।
উপস্থিত ছিলেন হাসপাতালের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (চঃদাঃ) মোঃ ইকবাল আজম, জুনিয়র সিস্টেম এনালিস্ট উজ্জ্বল হোসাইন, সহকারী গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, স্টোর কিপার মোঃ মোস্তফা বেপারী, ল্যাব এটেনডেন্ট মোঃ সাদ্দাম হোসেন অন্যরা।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আতিক পাটওয়ারী ও চাঁদপুর কণ্ঠের হাইমচর প্রতিনিধি মোঃ হাসান আল মামুন।

 

সর্বাধিক পঠিত